চালসা: হাতির হানায় (Elephant Attack) ভাঙল দুটি ঘর। কোনওরকম পালিয়ে বাঁচেন বাড়ির মালিক মোশারেফ হোসেন। হাতিটি ঘর, আসবাবপত্র ভেঙে দেওয়ার পাশাপাশি সমস্ত খাদ্যসামগ্রী সাবাড় করে দেয়। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের উত্তর ধূপঝোরার বাসু পাড়া এলাকায়। জানা গিয়েছে, গতকাল রাতে গরুমারা জঙ্গল থেকে একটি বুনো হাতি বের হয়ে আসে ওই এলাকায়। এলাকার মোশারেফ হোসেনের শোবার ঘর ও রান্নাঘর ভেঙে দেয় হাতিটি। প্রায় ঘণ্টা খানেক পর স্থানীয় বাসিন্দাদের চিৎকারে হাতিটি সেখান থেকে চলে যায়। এলাকায় লাগাতার হাতির হানা হলেও বন দপ্তর কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ বাসিন্দাদের। রাতে খুনিয়া স্কোয়াডকে ফোন করা হলেও ওনাদের মোবাইল বন্ধ ছিল বলে দাবি করেন বাসিন্দারা। এদিকে যাবতীয় ক্ষতিপূরণ দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, নিদিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়া হবে।
আরও পড়ুন : দুই চা বাগানে হাতির হানা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বাড়ি