অনলাইন ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ দুই ভারতীয় কূটনীতিক। সোমবার সকাল থেকে তাঁদের ২ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পিটিআই সূত্রে এই খবর মিলেছে। পুরো বিষয়টা পাকিস্তানি আধিকারিকরা খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে।
Two Indian officials working with Indian High Commission in Islamabad (Pakistan) are missing: Sources
— ANI (@ANI) June 15, 2020
২ জনের কূটনীতিকের নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে পাকিস্তান সরকারকে অভিযোগ করেছে নয়াদিল্লি।সরকারকে দ্রুত পদক্ষেপ করার কথাও বলেছে ভারত। সকাল সাড়ে আটটা নাগাদ ইসলামাবাদের অফিস থেকে নিখোঁজ হয়ে যান তাঁরা৷ গাড়ি করে অফিস থেকে বেরোনোর পর থেকেই খোঁজ মেলেনি তাঁদের।
৩১ মে ভারত গুপ্তচরবৃত্তির দায়ে নয়াদিল্লির পাকিস্তান দূতাবাসের ভিসা সেকশনে কর্মরত দুই পাক আধিকারিককে আটক করে। ১ জুন ইসলামাবাদে ফেরত পাঠিয়ে দেওয়া হয়৷
এই ঘটনার পর থেকে পাকিস্তানে কর্মরত ভারতীয় কূটনীতিকদের হেনস্থা করা শুরু হয়। তবে পাক সরকারকে কড়া চিঠি লিখে প্রতিবাদ জানিয়েছিল ভারত। এই পরিপ্রেক্ষিতে আজকের ঘটনায় দুই দেশের স্নায়ুযুদ্ধ শুরু হল বলে মনে করছে ওয়াকিবহল মহল।