একটি কিডনি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। আরেকটি কিডনি নষ্ট হওয়ার পথে। বছর দেড়েক ধরে চিকিৎসার খরচ জোগাতে একমাত্র সম্বল বিঘাখানেক জমিও বিক্রি করতে হয়েছে। এদিকে, শারীরিক অবস্থার অবনতি হতে হতে সংকটজনক অবস্থা আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের উত্তর দেওগাঁওয়ের বাসিন্দা অতুল বর্মনের।
দুর্গম বক্সা পাহাড় থেকে রোগীকে নামাতে আজও ভরসা বাঁশের মাচা
আলিপুরদুয়ার: দুর্গম বক্সা পাহাড় থেকে রোগীকে নামাতে ব্যবহার করা হচ্ছে বাঁশের মাচা। বুধবার অসুস্থ এক ব্যক্তিকে কাপড় জড়িয়ে বাঁশের মাচায়...
Read more