শিলিগুড়ি: বাড়িতে ঢুকে গয়না পরিষ্কারের নামে সোনার অলংকার নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী। ঘটনার জেরে বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ির(Siliguri) ২৩ নম্বর ওয়ার্ডের ডাবগ্রামের সত্যজিৎ রায় সরণী এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে শিলিগুড়ি থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দা রূপা সাহার অভিযোগ, এদিন সকালে দুই ব্যক্তি ধাতব সামগ্রী পরিষ্কার করার নাম করে বাড়িতে ঢোকে। সেই সময় বাড়িতে মহিলা ও তাঁর শাশুড়ি ছিলেন। বেশ কয়েকটি কাসার বাসনপত্র দুষ্কৃতীরা নিমেষে পাউডার দিয়ে পরিষ্কার করে দেয়। এরপরই তারা মহিলার পায়ের রুপার তোড়া পরিষ্কার করে দেওয়ার জন্য চেয়ে বসে। মহিলাও পায়ের তোড়া জোড়া খুলে দেন। রুপোর দুটি গয়না পরিষ্কার করে তারা তাঁকে দেয়। এভাবে দুষ্কৃতীরা যে তাঁর বিশ্বাস অর্জনের ফাঁদ পেতেছিল তা ওই মহিলা টের পাননি। রুপোর গয়না দুটি ফেরত দিয়ে দুষ্কৃতীরা মহিলার সোনার হার ও আংটি পরিষ্কার করে দেওয়ার জন্য চায়। মহিলাও সরল মনে সোনার অলংকারগুলি দুই দুষ্কৃতীর হাতে তুলে দেন।
অভিযোগ, নিজেদের গুজরাটের বাসিন্দা বলে পরিচয় দেওয়া ওই দুই ব্যক্তি সোনার গয়নাগুলি দুটি ছোট প্লাস্টিকের প্যাকেটে ঢুকিয়ে তা মহিলার হাতে তুলে দেয়। তারা রূপাদেবীকে ১০ মিনিট পর প্যাকেটটি খোলার কথা বলেই হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপরই মহিলার সন্দেহ হয়। তিনি প্যাকেট দুটির ভেতর থেকে অলংকার বের করতে গিয়ে দেখেন, তাতে পাথর ভরা। দ্রুত তিনি ওই দুষ্কৃতীদের পিছু নেওয়ার চেষ্টা করলেও তাদের ধরতে পারেননি। এরপর পুলিশে খবর দেওয়া হয়। আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুনঃ বাড়ির অদূরে উদ্ধার দম্পতির রক্তাক্ত দেহ! মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা