শ্রীনগর: করোনা আবহেই জম্মু ও কাশ্মীরে গ্রেপ্তার করা হল জঙ্গি সংগঠনের দুই কর্মীকে। সোমবার জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলা থেকে জৈশ-ই-মহম্মদ (জেএম) জঙ্গি সংগঠনের দুই ওভারগ্রাউন্ড কর্মীকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।
জানা গিয়েছে, পুলিশের নেতৃত্বে নিরাপত্তা বাহিনীর একটি দল শোপিয়ানের ওয়াচিতে সড়কে গাড়িগুলিতে নাকা চেকিংয়ের সময় জঙ্গি সংগঠনের দুই ওভারগ্রাউন্ড কর্মীকে গ্রেপ্তার করেছে। ওই দু’জন জহুর আহমদ কোকা ও উজায়ের আহমেদ। তাদের বাড়ি শোপিয়ান জেলার জয়নপোড়া এলাকায়। দু’জনের সঙ্গে একটি পিস্তল এবং দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ কার্যক্রম প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।