গাজোল: এক্কেবারে সিনেমার কায়দায় অভিযান চালিয়ে অপহৃত অটোচালককে উদ্ধার করল গাজোল থানার পুলিশ। অন্যদিকে, অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুই যুবককে। ধৃতরা মোথাবাড়ি থানা এলাকার বাসিন্দা রাব্বিল শেখ এবং কালিয়াচক থানার বাসিন্দা আশু শেখ। রবিবার তাদের আদালতে পেশ করা হয়।
পুলিশ ও পরিবার সূত্রে খবর, চলতি মাসের ২৬ তারিখ গাজোল বাস স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে রওনা হয়েছিলেন অটোচালক বিপ্রজিৎ সাহা। এরপর থেকেই তাঁর কোনও খোঁজ ছিল না। পরদিন দক্ষিণ দিনাজপুর জেলার বংশিহারি থানা এলাকার পাঞ্জারি পাড়া এলাকায় হদিস মেলে তাঁর অটোর। তবে, বিপ্রজিতের খোঁজ না মেলায় পুলিশের দ্বারস্থ হন পরিবারের সদস্যরা। গাজোল থানায় দায়ের হয় লিখিত অভিযোগ। সেদিন বিকেলেই ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে বিপ্রজিতের পরিবারের সদস্যদের কাছে ফোন করে অপহরণকারীরা। তড়িঘড়ি বিষয়টি জানানো হয় থানায়। এরপরই অপহরণকারীদের ধরতে ফাঁদ পাতে পুলিশ। টাকা দেওয়ার অছিলায় অপহরণকারীদের হদিস পেতে এক্কেবারে সিনেমার কায়দায় অপহৃত চালকের পরিবারের সদস্যদের সামনে রেখে সাদা পোশাকে অভিযানে নামে পুলিশ। সহযোগী হিসেবে ছিল কালিয়াচক থানাও।
অপহরণকারীদের কথা মতো প্রথমে ফরাক্কা তারপর একাধিক জায়গায় হানা দেওয়া হয়। যদিও একাধিকবার স্থান বদল হওয়ায় শুরুতে অপহরণকারীদের হদিস পায়নি পুলিশ। তবে শেষমেষ কালিয়াচক থানা এলাকা থেকে পাকড়াও করা হয় দু’জনকে। তাদের জিজ্ঞাসাবাদ করেই অপহৃত চালকের হদিস মেলে। তবে এই ঘটনায় জড়িত বাকীদের খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ। অন্যদিকে, খতিয়ে দেখা হচ্ছে অপহরণের নেপথ্যের কারণ।