সামসী: আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে গ্রেপ্তার করল চাঁচল থানার পুলিশ। রবিবার সন্ধ্যায় চাঁচল-২ ব্লকের ক্ষেমপুর কালিগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হরিশ্চন্দ্রপুর এলাকার বাসিন্দা মনসুর রহমান এবং তফিজুল শেখ।
স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ধৃত দুই যুবক এক তরুণীকে উত্ত্যক্ত করছিল। বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা তাদের তাড়া করেন। পরিস্থিতি বেগতিক বুঝে বাইক নিয়ে পালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে তারা। তাদের উদ্ধার করতে গিয়েই বাসিন্দাদের নজরে আসতে ব্যাগে থাকা আগ্নেয়াস্ত্র। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করার পাশাপাশি তাদের গ্রেপ্তার করা হয়। চাঁচলের এসডিপিও শুভেন্দু মণ্ডল জানান, পুলিশ সব কিছুই খতিয়ে দেখছে।