বর্ধমান: বাইক এবং লরির সংঘর্ষের জেরে অগ্নিদগ্ধ হল দু’টি গাড়ি। অন্য়দিকে, মৃত্যু হল দুই বাইক আরোহীর। মঙ্গলবার বিকেলে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসির মানিক বাজার মোড়ে ২ নম্বর জাতীয় সড়কে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কথায় জানা গিয়েছে, এদিন বিকালে বাইকে চেপে দুই ব্যক্তি গলসির ঝাড়ুল গ্রাম থেকে দুর্গাপুর যাওয়ার পথে জাতীয় সড়কের প্রথম এবং দাঁড়িয়ে দ্বিতীয় লেনের মাঝে দাঁড়িয়ে পড়েন। সেসময় বর্ধমান থেকে দুর্গাপুরগামী একটি বারো চাকা লরি তাঁদের বাইকে ধাক্কা মারে। গতি বেশি থাকায় আরোহী সহ বাইকটি বেশ কিছু দূরে হিঁচড়ে নিয়ে যায় লরিটি। মাঝ রাস্তায় পড়ে যান দুই আরোহী। অন্য়দিকে ঘর্ষণের ফলে বাইক থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের বকলে পড়ে লরিটিও। এরপরই দাউদাউ করে আগুন জ্বলতে থাকে বাইক ও লরি। খবর পেয়ে গলসি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। খবর দেওয়া হয় দমকলে। দমকল কর্মীদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অন্য়দিকে, শংকাজনক অবস্থায় দুই বাইক আরোহীকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্য়রত চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। তাঁদের নাম পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন : প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র, ধৃত ২