সামসী: লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই বোনের। গুরুতর জখম হয়েছেন এক যুবক। শুক্রবার বিকেল তিনটে নাগাদ রতুয়া স্টেডিয়াম লাগোয়া রতুয়া-ভালুকা রাজ্য সড়কে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই বোনের নাম সাবিনা খাতুন (১৯) ও রোশনারা খাতুন(১২), বাড়ি রতুয়া গ্রাম পঞ্চায়েতের কাঞ্চননগর গ্রামে। জখমের নাম মোজাফ্ফর হোসেন (২০), বাড়ি ওই গ্রাম পঞ্চায়েতেরই কারবোনা এলাকায়। লরিটিকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাবিনা ও রোশনারা ডাক্তার দেখাতে মোজাফ্ফরের বাইকে চেপে ভালুকা যাচ্ছিলেন। রতুয়া স্টেডিয়াম লাগোয়া রাজ্য সড়কে রতুয়াগামী একটি লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। তিনজনই ছিটকে পড়েন। বাইকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় রোশনারার। স্থানীয় বাসিন্দারা সাবিনা ও বাইক চালক মোজাফ্ফরকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে রতুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসক সাবিনাকে মৃত ঘোষণা করেন। মোজাফ্ফরকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।
রতুয়া থানার আইসি সুবীর কর্মকার জানিয়েছেন, লরিটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক। বাইকটিও আটক করা হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুনঃ ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে উত্তরবঙ্গ মেডিকেলে রেলমন্ত্রী