রায়গঞ্জ: গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী দুই নাবালিকা। এদিন দুপুরে কালিয়াগঞ্জ থানার ডালিমগাঁও পঞ্চায়েতের মির্জাপুর গ্রামে আত্মঘাতী হয় এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। পুলিশ শোয়ার ঘরের দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এদিন বিকেলে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই কিশোরীর নাম রিনা বর্মন (১৭) ওরফে বুলবুলি। তবে কী কারণে গলায় ফাঁস দিয়ে সে আত্মঘাতী হলো তা নিয়ে ধোঁয়াশায় পরিবার। অন্যদিকে, একই ভাবে আত্মঘাতী হয়েছে নবম শ্রেণীর ছাত্রীও। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ছাত্রীর নাম যশোদা ঋষি (১৫)।দুটি ঘটনার ক্ষেত্রেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ নবান্নে প্রশাসনিক বৈঠকে বিএসএফের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী