আসানসোল: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন আসানসোলের রানিগঞ্জের দুই ডাক্তারি পড়ুয়া। শনিবার রাতে তাঁরা রানিগঞ্জের বাড়িতে ফিরেছেন। তাঁদের মধ্যে একজন হলেন রোহিতকুমার সিং। অপরজন আকাঙ্খা সুমন। রানিগঞ্জের শিশুবাগান এলাকার বাসিন্দা রোহিত দু’বছর পর বাড়ি ফিরলেন। গত ২৭ ফেব্রুয়ারি রাতে রোহিতরা সীমান্ত পেরিয়ে পোলান্ডে পৌঁছোন। সেখান থেকে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে দেশে ফেরেন তাঁরা। একইভাবে ইউক্রেনের খারকিভ থেকে বাড়ি ফিরেছেন রানিগঞ্জের ডাক্তারপাড়ার বাসিন্দা আকাঙ্খা সুমন। দুই পড়ুয়ার বাড়ি ফেরার খবর পেয়ে রবিবার তাঁদের সঙ্গে দেখা করেছেন আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। তাপসবাবু তাঁদের সংবর্ধনা জানান।
আরও পড়ুন : ইতিহাসে ভয়! আত্মহত্যার পথই বেছে নিল এই মেধাবী পড়ুয়া