কালিয়াগঞ্জ: ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়ালেন কালিয়াগঞ্জের দুই স্কুল শিক্ষিকা। নিজেদের সৌন্দর্যের কথা না ভেবে চুল কেটে দান করলেন তাঁরা। মিলনময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের রসায়নের শিক্ষিকা পূজা বসাক জানান, তিনি সোশ্যাল মিডিয়ায় একজনকে দেখেই এই কাজে অনুপ্রাণিত হয়েছেন। মুম্বইয়ের এক স্বেচ্ছাসেবী সংস্থার কাছে তিনি মাথার চুল স্পীড পোস্টে পাঠিয়েছেন। ওই স্কুলের প্রধান শিক্ষিকা লাবণী চট্টোপাধ্যায় রায় জানান, তিনি শিক্ষিকাদের এই সিদ্ধান্তে খুশি। দুরারোগ্য ক্যানসার আক্রান্ত মানুষেরা মাথার চুল হারান কেমোথেরাপির রেডিয়েশনের কারণে। এই প্রসঙ্গে মিলনময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের অঙ্কের শিক্ষিকা অনামিকা সাহা জানান, সৌন্দর্যের অবক্ষয় ঘটলে মানসিকভাবে ভেঙ্গে পড়েন এই মানুষেরা। সামান্য চুলদানের মাধ্যমে তাদের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার মতো আনন্দের হয়তো আর কিছুই না।
আরও পড়ুন : বালিগঞ্জ উপনির্বাচনের ময়দানে দাঁড়িয়ে কি বললেন বাবুল?