মুর্শিদাবাদ: বাইক ও ট্রাকের মুখমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই কিশোরের। গুরুতর আহত আরও এক কিশোর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘিতে। জানা গিয়েছে, মৃতদের নাম আনসারুল মল্লিক (১২) ও ইসমাইল শেখ (১৪)। তাঁদের বাড়ি সাগরদীঘির বয়ার ও হলদি এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বাইকে ঘুরতে বেরিয়েছিল তিন বন্ধু। সাগরদিঘি থানার হরহরি নিমতলা মোড় এলাকায় মনীগ্রাম থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁদের বাইকের মুখমুখি সংঘর্ষ হয়। তাতেই আহত হয় তিন কিশোর। স্থানীয় লোকজন ও সাগরদিঘি থানার পুলিশ তাঁদের উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর আহত অবস্থায় আরেক কিশোর নাজিমুল মল্লিককে (১২) মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘাতক ট্রাকটি আটক করেছে সাগরদিঘি থানার পুলিশ।
আরও পড়ুন : নিয়ন্ত্রণ হারিয়ে পাথর বোঝাই ডাম্পার ঢুকে পড়ল দোকানে, গুরুতর জখম ২