শ্রীনগর: জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম দুই জঙ্গি। সংঘর্ষের সময় জখম হয়েছেন দু’জন পুলিশকর্মী। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাশ্মীর জোনের ইনস্পেকটর জেনারেল অফ পুলিশ বিজয় কুমার জানিয়েছেন, কুলগামের খুরবাটপোরা এলাকা ঘিরে তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী। সেখানেই গুলির সংঘর্ষে খতম হয় দুই জঙ্গি। এলাকায় তল্লাশি অভিযান জারি রয়েছে।
সম্প্রতি শ্রীনগর এলাকায় এক কাশ্মীরি পণ্ডিতকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। ওই ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। তবে কোন জঙ্গি গোষ্ঠীর তরফে ওই হামলা চালানো হয়, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
আরও পড়ুন : মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হলেন আসাদউদ্দিন ওয়েইসি