কলকাতা: শিয়ালদা রেল স্টেশনের কাছে দুটি লোকাল ট্রেনের ধাক্কা। বুধবার শিয়ালদা(Sealdah) কারশেডের কাছে দুর্ঘটনাটি ঘটে। দু’টি ট্রেনের একটি ফাঁকা থাকলেও অন্যটিতে যাত্রী বোঝাই ছিল। তবে ধাক্কার তীব্রতা বেশি না হওয়ায় হতাহতের কোনও খবর নেই।
রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদা ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে একটি খালি রেক কারশেডের দিকে যাচ্ছিল। সেইসময় ১ আপ রানাঘাট লোকাল ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছিল। শিয়ালদা ডিআরএম অফিস পেরিয়ে কিছুটা এগোতেই খালি রেকটি হঠাৎ রানাঘাট লোকালকে পাশ থেকে ধাক্কা দেয়। তবে ধাক্কা জোরালো ছিল না বলে দাবি রেলের। তাই হতাহতের কোনও ঘটনা ঘটেনি। ট্রেনেরও তেমন ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে রেলের ধারণা, সিগন্যালের গোলমাল থেকে দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে কিভাবে ঘটনাটি ঘটল তা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে রেল।
আরও পড়ুনঃ Kultali News | পঞ্চায়েত ভোটের মুখে আগ্নেয়াস্ত্র-বোমা সহ ধৃত ১