কিশনগঞ্জ: পিকআপ ভ্যান ও ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ। বুধবার ঘটনাটি ঘটেছে কিশনগঞ্জের পোয়াখালি থানা এলাকার মিরভিটটা পুলের কাছে ৩২৭ নম্বর জাতীয় সড়কে। এদিন সবজি বোঝাই পিকআপ ভ্যান ও শিলিগুড়ির দিক থেকে আসা একটি ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পরই ঘাতক গাড়ি দুটির চালক ও অন্যান্য যাত্রীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গিয়েছে, সংঘর্ষের পর পিকআপ ভ্যানটি রাস্তার পাশে নয়নজুলিতে পড়ে যায়। অন্যদিকে, যাত্রীবাহী গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পোয়াখালি থানার পুলিশ আধিকারিক সঞ্জয় যাদবের নেতৃত্বে পুলিশ ওই দুইটি গাড়ি নিজেদের হেপাজতে নিয়েছে।
আরও পড়ুন: গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বাম ছাত্র-যুবদের বিক্ষোভ