বালুরঘাট: দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে খুন হয়েছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার মালঞ্চার তৃণমূল নেতা প্রতুল বর্মন। সেই খুনের ঘটনায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বালুরঘাটের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক অখিলেশ পান্ডে। খুনে অভিযুক্ত প্রসেনজিৎ দাস ও পরেন বর্মনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। সেই সঙ্গে তিনি সাক্ষ্য-প্রমাণের অভাবে শ্যামল বর্মন নামে অপর এক ব্যক্তিকে এই ঘটনায় বেকসুর খালাস করেছেন। বৃহস্পতিবার বিকেলে বালুরঘাটে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বালুরঘাট জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী।
প্রসঙ্গত, ২০১৭ সালে ৫ জানুয়ারি অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের মালঞ্চার বাসিন্দা তথা তৃণমূলের অঞ্চল সাধারণ সম্পাদক প্রতুল বর্মনের দেহ উদ্ধার হয় ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের মাঝিগ্রাম এলাকা থেকে। দেহ যাতে কেউ শনাক্ত করতে না পারেন, সেজন্য খুনের পর মুখ থেঁতলে দেওয়া হয়। অভ্যন্তরীণ কোন্দলের জেরে তৃণমূল নেতা খুনের ঘটনা সামনে আসতেই সেই সময় জেলার রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়। সেই ঘটনায় এদিন রায় দিলেন বিচারক।
আরও পড়ুনঃ তার ছদ্মবেশে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করল পুলিশ, গ্রেপ্তার ১