রায়গঞ্জ: বন্ধ স্কুল, তাই অভিভাবকদের অনুরোধে মাধ্যমিক পরীক্ষার্থীদের পড়াচ্ছেন গৃহশিক্ষক দুই যুবক আকতার আলি, আজগর আলি। ঘরে জায়গা না থাকায় আম বাগানে বসেই চলছে পঠনপাঠন। ছাত্রছাত্রীদের হাতেকলমে মাধ্যমিকের গণিত, পদার্থ বিজ্ঞান আর জীবন বিজ্ঞানের পাশাপাশি বাংলা, ইতিহাস, ভূগোল, ইংরেজিরও খুঁটিনাটি পাঠ দিচ্ছেন রায়গঞ্জের বাংলাদেশ সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রাম বিন্দোলের ওই দুই গৃহশিক্ষক। গাছের গুঁড়িতে হেলানো ব্ল্যাকবোর্ডে জোর কদমে চলছে ক্লাস। প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে রয়েছে মাস্ক-স্যানিটাইজার। করোনাবিধি মেনেই ছাত্রছাত্রীদের পড়ানো হচ্ছে বলে দাবি ওই দুই শিক্ষকের। সোমবার রায়গঞ্জ শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে বিন্দোল গ্রাম পঞ্চায়েতের হাই মাদ্রাসা স্কুল সংলগ্ন আমবাগানে ছাত্রছাত্রীদের সঙ্গে অঙ্ক কষতে কষতে আজগর আলি জানান, এত ছাত্রছাত্রীর বসার জায়গা নেই তাঁর ঘরে। তাই গ্রামের লোকজনের সহযোগিতায় আম গাছের তলায় বিন্দোল হাইস্কুল, বিন্দোল হাই মাদ্রাসা এবং খোকসা হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের টিউশন দেওয়া হচ্ছে। এ মুহূর্তে শতাধিক ছাত্রছাত্রীকে পড়াচ্ছেন ওই দুই যুবক। পারিশ্রমিক হিসেবে যে যেমন দিচ্ছে তাতেই সন্তুষ্ট তাঁরা। দুই শিক্ষকের সহযোগিতায় পরীক্ষায় বসার উৎসাহ বাড়ছে বলেই জানিয়েছে টিউশন নিতে আসা পড়ুয়ারা।
ডাকাতির অভিযোগে ধৃত ৩
রায়গঞ্জ: ডাকাতির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করল কালিয়াগঞ্জ (Kaliyaganj) থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের নাম রঞ্জিত সাহানি (২৯), বিভাস...
Read more