ক্রান্তি: বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। মৃতরা কৈলাশ পুর চা বাগানের বাসিন্দা সানি ওরাও (১৮) ও সমীর ওরাও (১৯)। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে ক্রান্তি ব্লকের আপালচাঁদ ফরেস্ট চেকপোস্ট সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ক্রান্তি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। শুরু হয়েছে তদন্ত।
জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় ওই দুই যুবক স্কুটিতে চেপে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন। ওদলাবাড়ি থেকে রওনা হয়ে ফরেস্ট সংলগ্ন রাস্তা ধরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। মাঝ রাস্তায় ছিটকে পড়েন। অন্যদিকে, স্কুটিটি ট্রাকের নীচে ঢুকে দুমড়ে মুচড়ে যায়। গুরুতর জখম অবস্থায় দুই যুবককে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।