কিশনগঞ্জ: বাইকে ধাক্কা মেরে যাত্রী বোঝাই গাড়ি নিয়ে চম্পট দিল চালক। যদিও গিয়েও হল না শেষ রক্ষা। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সোমবার দুপুরে কিসনগঞ্জের পোয়াখালীতে ৩২৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে সিকিমগামী ওই গাড়িটিকে পাকড়াও করেন স্থানীয়রা। এরপরই গাড়িটি ভাংচুরের পাশাপাশি গাড়ি চালক সহ যাত্রীদের মারধর শুরু করেন ক্ষুব্ধ জনতা। খবর পেয়ে পোয়াখালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি চালক সহ যাত্রীদের উদ্ধার করে। সেসময় ক্ষুব্ধ জনতার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে পুলিশ। বেঁধে যায় ধস্তাধস্তি। যদিও শেষ অবধি পুলিশি তৎপরতায় কিছু সময় বাদে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জানা গিয়েছে, এদিন দুপুরে কিশনগঞ্জের পোয়াখালির ৩২৭ নম্বর জাতীয় সড়কে একটি বাইকে ধাক্কা মারে ওই গাড়িটি। ঘটনায় জখম হন দুই যুবক। এরপরই গাড়ি নিয়ে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় চালক। এতেই গোল বেঁধে যায়। ঘটনায় তদন্ত শুরু করেছে গরবনডাঙ্গা থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ওই গাড়িটি।