ওদলাবাড়ি: পৃথক দুটি দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হল ওদলাবাড়িতে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, গতকাল রাত দশটা নাগাদ গজলডোবা ১০ নম্বর এলাকায় চলন্ত ট্রাক থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মানিক রায়। বাড়ি ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাবুজোত এলাকায়। গতকাল শিলিগুড়ির দিক থেকে বাবুজোতের বাড়িতে ফেরার সময় অসাবধানতার কারণে ট্রাকের দরজা খুলে নীচে পড়ে যেতেই ট্রাকের পেছনের চাকার নীচে চাপা পড়ে সে। দ্রুত জখম যুবককে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রাতেই মাল থানার পুলিশ ট্রাকটি নিজেদের হেপাজতে নিয়েছে।
অন্যদিকে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের তারঘেরা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম জহিরুল হক(৩২)। বাড়ি তারঘেরা বস্তিতে। গতকাল রাতে এলাকার একটি বাড়িতে কাজ করার সময় কোনওভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায়। এরপর জহিরুলকে তার পরিচিতরা দ্রুত চিকিৎসার জন্য ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মাল থানার আইসি সুজিত লামা জানিয়েছেন, মঙ্গলবার মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন : তিস্তা চেকপোস্টে আটক ১০টি হাতি