ডিজিটাল ডেস্ক : মাইক টাইসন- নাম শুনলেই বোঝা যায়, তাঁর ঘুসির জোর কতটা হবে। আর মাইক টাইসনের(mike tyson) ঘুসি খেলেন এবার সাধারণ এক যাত্রী। জানা গিয়েছে, প্লেনের মধ্যে মাইক টাইসনের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন তাঁর পেছনে বসা এক যাত্রী। যদিও মাইক টাইসনের প্রথম থেকেই কথা বলায় আপত্তি ছিল। কিন্তু সেই আপত্তিকে পাত্তা না দিয়ে ক্রমশ ওই যাত্রী বেপরোয়া হয়ে ওঠেন। তারপর মাইক টাইসনকে আর আটকানো যায়নি। তিনি সোজা পরপর ঘুষি মারতে শুরু করেন ওই যাত্রীকে। যথারীতি যাত্রী টাইসনের ঘুসির ধাক্কায় টাল সামলাতে না পেরে সোজা প্লেনের মেঝেতে পড়ে যান।। ঘটনায় উপস্থিত সকলেই রীতিমতো হতবাক হয়ে গিয়েছে বলে খবর। কার্যত মাইক টাইসন এতটা রেগে যাবেন, সেটা বোধহয় কেউই বুঝতেই পারেননি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন : আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে মৃত অন্তত ১০, দায় স্বীকার আইএসের