কিয়েভ: ইউক্রেনে রাশিয়ার হামলা ২৮ দিনে পড়ল। ইউক্রেনে লাগাতার চলছে গোলাবর্ষণ। সংঘর্ষের জেরে দিনদিন সাধারণ মানুষের মৃত্যুর সংখ্যা বাড়ছে। রাষ্ট্রপুঞ্জের প্রাথমিক তথ্য অনুযায়ী, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এখনও পর্যন্ত ৯২৫ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। তারমধ্যে ৭৫ শিশুও রয়েছে। আহতের সংখ্যা ১,৪৯৬। প্রকৃত মৃত্যুর সংখ্যা এর থেকে অনেক বেশি হতে পারে বলে মনে করছে রাষ্ট্রপুঞ্জ।
লাগাতার রুশ হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেন। বহু শরণার্থী দেশ ছেড়ে আশ্রয় নিয়েছেন অন্যত্র। এদিকে, মারিউপোল শহরকে ঘিরে ফেলেছে রুশবাহিনী। লাগাতার বোমাবর্ষণ গুঁড়িয়ে দিয়েছে স্কুল, থিয়েটার, আবাসন, ধর্মস্থান। যদিও এই শহর দখল করতে পারেনি রাশিয়া।
আরও পড়ুন : ভেঙে পড়ল পাক বায়ুসেনার বিমান, নিহত ২ পাইলট