হলদিবাড়ি: তিন বছরের বিরতির পর সোমবার থেকে শুরু হল জাতীয় সংহতি মেলা। এদিন শেষ বেলায় হলদিবাড়ি ব্লকের উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন আমবাগান এলাকায় ৩৮তম মেলার উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত চলবে মেলা। উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী, জেলা খাদ্যকর্মাধ্যক্ষ গোপালচন্দ্র রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি নূপুর বর্মন, আইসি ডিজি ভুটিয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
কমিটির সভাপতি সবিরুল সরকার বলেন, ‘ইতিমধ্যে দূরদূরান্ত থেকে প্রচুর ব্যবসায়ী মেলা প্রাঙ্গণে নিজেদের পসরা নিয়ে বসেছেন। ছোটদের আনন্দ দেওয়ার জন্য সার্কাস, পুতুল নাচ, নাগরদোলনা রয়েছে। এছাড়াও মেলা প্রাঙ্গণে চোরচুন্নি, ভাওয়াইয়া, লাঠিখেলার মতো লোকসংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুরু হয়েছে বিভিন্ন রকম ক্রীড়া প্রতিযোগিতাও।’
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ ।
আরও পড়ুন: Birth Anniversary Of Netaji | নেতাজির ১২৬তম জন্মজয়ন্তী উদযাপন উত্তরে