পোর্টাল ডেস্ক: মহারাষ্ট্রে ক্রমশ কোনঠাসা হচ্ছেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। চাপের মুখে এদিন মুখ্যমন্ত্রীর বাংলো ছেড়েছেন তিনি। ফিরে গিয়েছেন শিবসেনা প্রধানের নিজস্ব বাসভবন ‘মাতোশ্রী’ তে। এর আগে বিকেলেই উদ্ধব জানিয়ে দিয়েছিলেন তিনি পদত্যাগ করতে প্রস্তুত। যদি বিদ্রোহী বিধায়করা প্রকাশ্যে এসে তাঁর পদত্যাগ দাবি করেন তাহলে তিনি পদত্যাগ করতে সময় নেবেন না। তবে তেমন কোনও ইঙ্গিত দেয়নি একনাথ শিন্ডের নেতৃত্বাধীন বিরোধী শিবির। বরং বরাবরই কৌশলী বার্তা দিয়ে শিবসেনা (Shivsena) না ছাড়ার কথাই জানিয়েছেন শিন্ডে। এবার তিনি সরাসরি শিবসেনার দখল নিতে সক্রিয় হয়েছেন।গুয়াহাটিতে থাকা ৩৪ জন সেনা বিধায়ক নিজেদের ‘প্রকৃত শিবসেনা’ দাবি করে রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারি ও ডেপুটি স্পিকার সীতারাম জিরওয়ালকে চিঠি দিয়েছেন।
এতেই স্পষ্ট শুধু উদ্ধবকে সরানো নয় বড় লক্ষ্য রয়েছে একনাথের। শিন্ডে নিজেও এক বিবৃতিতে বলেছেন, দল আর দলীয় কর্মীদের রক্ষা করতে এনসিপি ও কংগ্রেসের সঙ্গে অস্বাভাবিক জোট ছেড়ে বের হওয়া অপরিহার্য ছিল।’ যদিও শিব সেনা নেতা সঞ্জয় রাউত উদ্ধবের পদত্যাগের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তিনি দাবি করেন, প্রয়োজন হলে তারা বিধানসভায় নিজেদের সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করবেন। উদ্ধবের সঙ্গে নানা পটোলে ও শরদ পাওারের কথা হয়েছে বলেও তিনি জানান।’
আরও পড়ুন : করোনায় আক্রান্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে