ডিজিটাল ডেস্কঃ শেষ পর্যন্ত মহারাষ্ট্রের রাজনৈতিক নাটকের যবনিকাপাত হয়েছে গতকাল। শিবসেনা বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন, উপমুখ্যমন্ত্রী হয়েছেন দেবেন্দ্র ফরনবীশ। আর তারপরেই শিবসেনার মুখ্য সচেতক সুনীল প্রভু (Sunil Prabhu) সুপ্রিম কোর্টের দারস্ত হলেন। জানা গিয়েছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde) সহ ১৬ জন বিক্ষুব্ধ শিবসেনা বিধায়কের সদস্য পদ খারিজের মামলা যতদিন না নিষ্পত্তি হচ্ছে ততদিন এই সরকার বরখাস্ত করার আবেদন করা হচ্ছে। পাশাপাশি ওই ১৬ জন বিধায়ককে যাতে বিধানসভায় প্রবেশে বাধা দেওয়া হয় সেই আবেদনও জানাতে চলেছেন উদ্ধব শিবিরের পক্ষ থেকে সুনীল প্রভু। এই নিয়ে মামলার শুনানি আজ হবার সম্ভাবনা থাকছে। প্রসঙ্গত শিবসেনা নেতা, বিধায়করা বিদ্রোহের পর সুনীল প্রভু দলের মুখ্য সচেতক হন। এবং তিনি শিবসেনার হয়ে চিঠি দেন ডেপুটি স্পিকারকে। আর তারপরেই ১৬ জন বিধায়ককে শোকজের নোটিশ পাঠানো হয়। সেই চিঠির ভিত্তিতে মামলা হয় সুপ্রিম কোর্টে এবং সেখানে ১৬ জন বিক্ষুব্ধ বিধায়কের সদস্যপদ খারিজের আর্জি বিবেচনা করার বিষয়টি তোলা হয়। যদিও সুপ্রিম কোর্ট সে সময় জানায় আস্থা ভোট এবং সদস্যপদ খারিজের মামলা দুটি এক নয়। এটির জন্য আলাদাভাবে মামলা করতে হবে। আর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী উদ্ধব শিবির এগোলেন বলেই মনে করা হচ্ছে।
বিলকিস বানু গণধর্ষণ কাণ্ডে মুক্ত ১১ জনকে সংবর্ধনা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ডিজিটাল ডেস্ক : ২০০২ সালে গোধরা হিংসার প্রেক্ষাপটে বিলকিস বানু (Bilkis Banu)গণধর্ষণ কান্ড দেশ জুড়ে সারা ফেলে দিয়েছিল। ঘটনায় গ্রেপ্তার...
Read more