ডিজিটাল ডেস্ক : রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine) যুদ্ধ পরিস্থিতি এই মুহূর্তে মারাত্মক আকার ধারণ করেছে। প্রতিনিয়ত চলছে গোলা বর্ষণ। সব থেকে খারাপ অবস্থা মারিওপোলেতে বলে জানা যাচ্ছে। প্রতি ১০ মিনিট অন্তর সেখানে রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে। ওই শহরে এই মুহূর্তে বিদ্যুৎ, জল, খাবার, ওষুধ কিছু নেই। পাশাপাশি প্রায় ৩ লক্ষ মানুষ অবরুদ্ধ হয়ে রয়েছেন। রাশিয়ার তরফ থেকে মারিওপোলের কাছে আত্মসমর্পণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কিন্তু সেই হুঁশিয়ারি উড়িয়ে দিয়েছেন মারিউপোলের বাসিন্দারা। বরং হিউম্যান করিডর খোলার প্রস্তাব দেওয়া হয়েছে ইউক্রেনের পক্ষ থেকে। কার্যত যেভাবে মারিওপোলে রাশিয়ার হুঁশিয়ারি উড়িয়ে দিয়েছে, তাতে রাশিয়ার প্রত্যাঘাত আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
রাশিয়ার দখলে ইউক্রেনের সেভেরোদোনেৎস্ক শহর, পিছু হটছে কিভসেনা
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ পাঁচ মাস অতিক্রান্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধ( Russia Ukraine War)। রাশিয়ার আক্রমণে একের পর এক শহর...
Read more