কিয়েভ: রাশিয়ার একের পর আক্রমণে বিধ্বস্ত ইউক্রেন। বেলারুশে দুই দেশের বৈঠক হলেও কোনও সমাধান সূত্র বেরিয়ে আসেনি। উলটে খারকিভ, কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চলছেই। সংঘাত মেটাতে বুধবার ফের বৈঠকে বসতে চলেছে রাশিয়া ও ইউক্রেন। বৈঠকের বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানানো হয়েছে। বৈঠকের বিষয়ে সবুজ সংকেত দিয়েছে রাশিয়ার বিদেশমন্ত্রক। আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞদের মতে, পুতিন সরকার বৈঠকে বসার বার্তা দিচ্ছে ঠিকই, কিন্তু সামরিক আগ্রাসন কমানোর কোনও লক্ষণ দেখাচ্ছে না। উল্টে রাশিয়ার বিরুদ্ধে ভ্যাকিউম বোমা, ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ উঠেছে। দু’দেশের বৈঠকে কী সিদ্ধান্ত হয়, এখন সেদিকেই নজর সকলের।
আরও পড়ুন : রোমানিয়ায় নেমেই কি করলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া?