ডিজিটাল ডেস্ক : তিন মাস হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine) যুদ্ধ অব্যাহত। বরং সময় যত এগোচ্ছে, যুদ্ধ ততই ভয়াবহ আকার ধারণ করছে। এই অবস্থায় জানা যাচ্ছে, ইউক্রেনের অস্ত্রভাণ্ডার ক্রমশ তলানিতে এসে ঠেকেছে তাই এবার রাশিয়াকে টক্কর দিতে মিত্র দেশের অস্ত্র ভান্ডারের উপরেই ভরসা রাখতে চাইছেন জেলেনস্কি। সূত্রের খবর, একসময়ের সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল ইউক্রেন। তাই সে সময় সোভিয়েত এবং রাশিয়ার অস্ত্রই হাতিয়ার ছিল ইউক্রেনের। কিন্তু মার্কিন সেনাবাহিনী সূত্রে জানা যাচ্ছে, গত তিন মাস ধরে রাশিয়ার সঙ্গে ক্রমাগত যুদ্ধে ইউক্রেনের অস্ত্রভাণ্ডার কার্যত একেবারে শেষের পথে। তাই এবার আমেরিকা ও ন্যাটো (NATO) দেশগুলির দেওয়া অস্ত্র ব্যবহারে জোর দিচ্ছে ইউক্রেন। দীর্ঘ সময় যুদ্ধে অতিবাহিত হয়ে গেলেও এখনও পর্যন্ত কিন্তু রাশিয়া ইউক্রেন পুরোপুরি দখল করে উঠতে পারেনি। আপাতত যুদ্ধ কবে থামে সে দিকেই নজর থাকছে আন্তর্জাতিক মহলের।
দুবাইয়ের যুবরাজ পাতাল রেলে চাপলেও ঘুরেও তাকালেন না কেউ
ডিজিটাল ডেস্কঃ যুবরাজ ঘুরে এলেন আমেরিকায় (America)। এমনকি পাতাল রেলেও চাপলেন, কিন্তু তাও তাঁকে কেউ চিনতে পারলনা। এদিকে যুবরাজের ফ্যান...
Read more