নিউইয়র্ক : অবশেষে করোনাভাইরাস সম্পর্কে আলোচনার জন্য বৈঠক করার সিদ্ধান্ত নিল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। বৃহস্পতিবার রুদ্ধদ্বার ভিডিও টেলি-কনফারেন্সিংয়ে ওই বৈঠকের আলোচনার মূল বিষয় হবে কোভিড-১৯ সংক্রমণের বিশ্বপরিস্থিতি। পরিষদের প্রেসিডেন্ট তথা রাষ্ট্রসংঘের দোমিনিকান রিপাব্লিকের বিশেষ রাষ্ট্রদূত জোস সিংগার জানিয়েছেন, ৯ এপ্রিলের ওই বৈঠকে উপস্থিত থাকবেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও।
বিশ্বের সামনে করোনা এখন কার্যত যুদ্ধকালীন সমস্যা। এখনও পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে বিশ্বের ৭৪ হাজারেরও বেশি মানুষের। শুধু আমেরিকাতে মারা গিয়েছেন ১২ হাজারের বেশি। কোভিড-১৯ রোধে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ চেয়েছিল সদস্য দেশগুলি। গত সপ্তাহে এ বিষয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন জোস সিংগার।
তিনি বলেছিলেন, আগে বৈঠকের দিন ঠিক করা হোক, তারপর করোনা সম্পর্কে আলোচনার কথা ভাবা যাবে। ভাইরাসের উত্পত্তি স্থল ও সংক্রমণ নিয়ে চিনকে দুষেছে আমেরিকা সহ গোটা ইউরোপ। এতে বেজিংয়ের ক্ষোভ বিশ্ব পরিস্থিতিকে জটিল করে তুলছে।
সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দুই রাষ্ট্রের টানাপোড়েনের জেরে বৈঠকের তারিখ নির্ধারণ করতে এই বিলম্ব হল। এপ্রিলে দোমিনিকান রিপাব্লিক সহ সাতটি দেশের রাষ্ট্রদূতদের আহ্বানে শেষপর্যন্ত সাড়া দিল রাষ্টসংঘের নিরাপত্তা পরিষদ।