বালুরঘাট: ১৯ বছরের এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হল বালুরঘাটে। মৃত বধূর নাম মল্লিকা দেবনাথ। শনিবার ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহটি উদ্ধার হয়। ঘটনায় মল্লিকার স্বামী নকুল দেবনাথকে আটক করেছে পুলিশ। এদিকে, এই ঘটনায় মল্লিকার বাপেরবাড়ির তরফে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ, সম্প্রতি স্ত্রীর অবৈধ সম্পর্ক হাতেনাতে ধরা পড়ে যায়। এ নিয়ে ওই দম্পতির মধ্যে চরম বচসা বাধে। বিষয়টি নিয়ে গ্রামে সালিশি সভা বসে। তাতে বিষয়টি মিটমাটও হয়ে যায়। তবে এর মাঝেই এদিন মল্লিকার ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অবৈধ সম্পর্কের কথা জেনে যাওয়ায় লোকলজ্জার ভয়ে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে দাবি বাসিন্দাদের। বালুরঘাট থানার পুলিশ জানিয়েছে, দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পাশাপাশি, ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু হয়েছে।