তুফানগঞ্জ, ১৭ এপ্রিলঃ সামান্য বৃষ্টিতেই জল জমে থাকে আন্ডারপাসে। এর জেরে প্রায়ই সমস্যায় পড়েন চিলাখানা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বটতলা মন্দির এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরেই এই সমস্যায় জেরবার হয়ে বুধবার সকাল থেকেই দেওচড়াই আন্ডারপাসে অবরোধ শুরু করেন ভুক্তভোগী বাসিন্দারা। প্রায় চার ঘণ্টা পথ অবরোধ চলে। আন্ডারপাসে যাতে জল না জমে, সেই ব্যবস্থা গ্রহণের দাবি জানান বাসিন্দারা।
অবরোধের জেরে দেওচড়াই এলাকার রাস্তায় যানচলাচল ব্যাহত হয়। এরপর ঘটনাস্থলে তুফানগঞ্জ থানার পুলিশ ও রেল পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এ বিষয়ে উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলওয়ের আলিপুরদুয়ার ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার সিভি রমনের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে তিনি ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় এপ্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি বলে জানা গিয়েছে।
- Advertisement -
সংবাদদাতাঃ শিশির গুহ