রাজগঞ্জ, ১৩ নভেম্বরঃ অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। মঙ্গলবার রাতে গজলডোবায় তিস্তা নদীর চর থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে মিলনপল্লি ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গজলডোবা ব্যারেজের কাছে তিস্তা নদী থেকে মৃতদেহটি উদ্ধার হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।