ওদলাবাড়ি, ২১ সেপ্টেম্বরঃ নদীতে ভেসে আসা অজ্ঞাতপরিচয় এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার হল ওদলাবাড়িতে। শনিবার সকালে আইটিআই কলেজের সামনে স্থানীয়রা চেল নদীতে ওই ব্যাক্তির দেহ ভেসে আসতে দেখেন। খবর পেয়ে মাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। ঘটনার তদন্ত করছে পুলিশ।