পোর্টাল ডেস্ক: ‘অগ্নিপথ’ বিতর্কে উত্তাল গোটা দেশ। অগ্নিবীরদের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে চর্চা চলছে সর্বত্র। তারই মধ্যে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী অশ্বীনি কুমার চৌবে বেঙ্গল সাফারি পার্কে এসে ব্যাঘ্র শাবক দত্তক নিয়ে নাম দিলেন ‘অগ্নিবীর’। আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সিকিমে এসেছিলেন তিনি। সেখান থেকেই বনকর্তাদের মুখে বেঙ্গল সাফারি পার্কের গুনগান শুনে বুধবার সরাসরি পার্কে এসে হাজির হন অশ্বীনিকুমার চৌবে। বেঙ্গল সাফারি পার্ক পরিদর্শনও করেন তিনি। শোনেন এখানে বাঘের বাচ্চা দত্তক নেওয়ার ব্যবস্থা রয়েছে।
এতে খুশি হয়ে মন্ত্রী নিজে একটি ব্যাঘ্রশাবক দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেন। অনলাইনে প্রয়োজনীয় ২ লক্ষ টাকাও মিটিয়ে দেন সঙ্গে সঙ্গেই। এরপরই একবছরের ব্যাঘ্রশাবকটির নাম রাখেন ‘অগ্নিবীর’।মন্ত্রী বলেন, ‘আজাদিকা অমৃত মহোৎসব উপলক্ষ্যে দেশ জুড়ে বন্যপ্রাণী সংরক্ষনের উপর জোর দেওয়া হয়েছে। পশু দত্তক দিয়ে সাধারণ মানুষকে সচেতন করা অত্যন্ত জরুরি। সেইজন্যই বাঘের বাচ্চাটিকে দত্তক নিলাম।’ মন্ত্রীর এহেন ভূমিকায় আপ্লুত সাফারি পার্ক কর্তৃপক্ষ। বন দপ্তরের পিসিসিএফ সৌমিত্র দাসগুপ্ত বলেন, ‘কেন্দ্রীয় মন্ত্রী বাঘের বাচ্চা দত্তক নিয়ে আমাদের অনুপ্রাণিত করেছেন।’