ডিজিটাল ডেস্কঃ গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। আর তাই নিয়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। ছুটি বাড়ানো নিয়ে এবার ব্যাপক আক্রমণ শানালেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী সুভাষ সরকার। কার্যত স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুভাষ সরকার জানান, শিক্ষা ব্যবস্থা ও ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের সর্বনাশ করছেন মাননীয়া মুখ্যমন্ত্রী। একই সাথে তিনি বলেন, এভাবে ছুটি বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। প্রসঙ্গত, আগের নির্দেশিকা অনুযায়ী ১৫ ই জুন পর্যন্ত স্কুলগুলির ছুটি ছিল। কিন্তু গরমের কারণে ছুটির মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে সরকারের তরফ থেকে। আর এই প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের প্রতিক্রিয়া যে যথেষ্ট উল্লেখযোগ্য তা নিয়ে কোন সন্দেহ নেই।
পার্থকাণ্ডে সরব যুবসমাজ, প্রতিবাদ উঠে আসছে ‘মিমে’
আলিপুরদুয়ার: রাজ্যে বর্তমানে আলোচনার হট টপিক পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) এবং অর্পিতা মুখোপাধ্যায়।চায়ের দোকান থেকে ক্লাবঘর, কিংবা পাড়ার মোড় থেকে ড্রয়িং...
Read more