নয়াদিল্লি: পথ দুর্ঘটনায় মৃত্যু হল কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী শ্রীপদ নায়েকের স্ত্রী’র। অন্যদিকে, ঘটনায় গুরুতর জখম হয়েছেন খোদ মন্ত্রী সহ আরও তিনজন। প্রত্যেকেই গোয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় সস্ত্রীক গোকর্ণর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন মন্ত্রী। সেসময় উত্তর কন্নড় জেলায় দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি। গাড়িতে মোট চারজন ছিলেন। ঘটনাস্থলেই মন্ত্রীর স্ত্রী বিজয়া নায়েকের মৃত্যু হয়। বাকিরা গুরুতর জখম হন।
- Advertisement -