হেমতাবাদ: বাবার সঙ্গে বাইকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর। শনিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হেমতাবাদ থানা সংলগ্ন রাজ্য সড়কের ওপরে। ঘাতক লরিটি ও দুর্ঘটনাগ্রস্থ মোটরবাইকটিকে বাজেয়াপ্ত করেছে হেমতাবাদ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ্য সড়কের ওপর বালি থাকায় বাইকটি পিছলে যায়। বাইক থেকে পড়ে যায় ছাত্রী। সেইসময় রায়গঞ্জগামী একটি লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ওই তাঁর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হেমতাবাদ(Hematabad) থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রীকে উদ্ধার করে প্রথমে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
জানা গিয়েছে, মৃত যুবতীর নাম পারমিতা সাহা (২৩)। বাড়ি কালিয়াগঞ্জ থানার ধনকৈলহাট এলাকায়। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের ছাত্রী। মৃতার বাবা প্রবীর সাহা বলেন, ‘চন্ডীতলার এক আত্মীয়ের বাড়ি থেকে মেয়েকে সঙ্গে নিয়ে কালিয়াগঞ্জে বাড়ি ফেরার পথে ফিরছিলাম। হেমতাবাদ থানার সামনে রাজ্য সড়কের ওপর বালির স্তূপ থাকায় এই দুর্ঘটনা ঘটে।‘ হেমতাবাদ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার তদন্ত করছে পুলিশ।
আরও পড়ুনঃ নদীভাঙন নিয়ে কেন্দ্র সরকারকে বিঁধলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক