শুভ্রজ্যোতি রাহা, ডালখোলা: ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক যুবকের। বুধবার ডালখোলা জিআরপিএফ থানার অন্তর্গত কানকি ও হাটোয়ার রেল স্টেশনের মাঝে ডাউন লাইনে এই দুর্ঘটনাটি ঘটে।
ডালখোলা রেল পুলিশ সূত্রে খবর, মৃতের নাম গোপাল ঋষি। তাঁর বাড়ি বিহারের কাটিহার জেলার বলরামপুর থানার মোরাডাঙ্গা গ্রামে। জানা গিয়েছে, ওই যুবক বাইরে কাজ করতে গিয়েছিলেন। লকডাউনের জেরে সে রেললাইন ধরে হেটে বাড়ি ফিরছিলেন। সেই সময় দুর্ঘটনাটি ঘটে।
- Advertisement -
ডালখোলা জিআরপিএফ থানার ওসি চন্দন রায় বলেন, ‘কানকি ও হাটোয়ার স্টেশনের মাঝে দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর কাছ থেকে পাওয়া নথি থেকে তাঁর পরিচয় জানা গিয়েছে। মৃতের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’