জটেশ্বরঃ এক যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল জটেশ্বর বাজার সংলগ্ন গুয়াবরনগর বর্মন পাড়া এলাকায়। মৃত যুবতীর নাম লতিকা রায় (২৯)। বুধবার সন্ধ্য়ায় ওই যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিজের ঘরেই শুয়ে ছিলেন লতিকা। ডাকাডাকির পরেও সাড়া না পেয়ে দরজা ভেঙে লতিকাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকেরা। পরে জটেশ্বর ফাঁড়ির পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। জটেশ্বর ফাঁড়ি সূত্রে জানানো হয়েছে, মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্ত করা হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।