গঙ্গারামপুর: বিয়ের ২৫ দিনের মাথায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শুক্রবার ঘটনাটি ঘটেছে তপন থানার গাঙ্গুরিয়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম দশমী তিরকী(১৯)। ২৫ দিন আগে দশমীর বিয়ে হয় গঙ্গারামপুর থানার নয়াবাজার সৈয়দপুর গ্রামের যুবক সোমনাথ লাকরার সঙ্গে। বিয়ের পর কয়েক দিন আগে দশমী বাপের বাড়িতে ঘুরতে আসে। কিন্তু এর মাঝে সে গত বুধবার বাপের বাড়িতে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি পরিবারের লোকজনের নজরে আসতেই তাকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসা চলাকালীন এদিন গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তবে কী কারণে বিষ খেয়ে আত্মঘাতী হলেন ওই গৃহবধূ তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে পরিবার। গঙ্গারামপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।
বেসরকারি হাতে যাচ্ছে কোচবিহারের রিজিওনাল ক্যানসার সেন্টার
কোচবিহার: কোচবিহারের(Coochbehar) রিজিওনাল ক্যানসার সেন্টারটি অধিগ্রহণ করতে চলেছে একটি বেসরকারি সংস্থা। শুক্রবার ওই বেসরকারি সংস্থার আধিকারিকদের সঙ্গে নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন...
Read more