গৌতম সরকার, চ্যাংরাবান্ধা: এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রবিবার ব্যাপক চাঞ্চল্য ছড়াল মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা গ্রামপঞ্চায়েতের চিতিয়ারডাঙ্গা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ওই মহিলার নাম পাতু মণ্ডল। বয়স আনুমানিক ৫০।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা রাতে একাই ঘরে শুয়ে ছিলেন। এদিন সকালে তাঁকে ডাকাডাকি করলেও কোনও সাড়া মিলেছিল না। এরপরেই সন্দেহ হলে দেখা যায় তাঁর ঘরের নীচে সিঁধ কাটা রয়েছে। পরে তাঁকে ঘরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। খবর পেয়েই মেখলিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করে।
তাঁর পরিবার সূত্রের জানা গিয়েছে, দিনকয়েক আগে ওই মহিলা আলু বিক্রি করেছিলেন। সেই টাকা তাঁর কাছে ছিল। তাই বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় মহিলার অস্বাভাবিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ওই বাড়িতে প্রতিবেশীদের ভিড় জমে। মেখলিগঞ্জ থানার ওসি রাজু সোনার জানান, ঘটনার তদন্ত করা হচ্ছে।