বুনিয়াদপুর: রাইস মিলে কাজ করতে এসে অস্বাভাবিক মৃত্যু হল এক শ্রমিকের। বংশীহারি(Bansihari) থানার অন্তর্গত ভক্তিপুর এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম নুর আলম (৩৫)। বাড়ি গঙ্গারামপুর থানার নারই এলাকায়।
জানা গিয়েছে, নারই থেকে নুর আলম সহ ১৩ জন শ্রমিক রাইস মিলে কাজ করতে এসেছিলেন। হঠাৎই নুর আলম অসুস্থবোধ করেন। সহকর্মীরা তাঁকে বিশ্রাম নিতে বলেন। কয়েকঘন্টা বাদে অন্য শ্রমিকরা ফিরে এসে দেখেন ওই ব্যক্তি ঘরে নেই। মিলের বাইরে ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। মুখে ও গলায় ক্ষতচিহ্ন ছিল। খবর পেয়ে বংশীহারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে মিল মালিক বল্টু সাহা জানান, নুর আলম নামে কোনও অস্থায়ী শ্রমিককে তিনি চেনেন না। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠানো হয়েছে। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।