কালিয়াগঞ্জ: গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার সন্ধ্যায় কালিয়াগঞ্জ(Kaliaganj) ব্লকের রাধিকাপুর অঞ্চলের নয়াপাড়া এলাকার ঘটনা। মৃতার নাম মামুনি খাতুন (২৮)। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মৃতার দাদা সাদ্দাম হুসেনের অভিযোগের ভিত্তিতে মামুনির স্বামী রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ।
জানা গিয়েছে, দশ বছর আগে কালিয়াগঞ্জ ব্লকের ফতেপুর হাটের বাসিন্দা মামুনি খাতুনের সঙ্গে রাধিকাপুর অঞ্চলের নয়াপাড়ার বাসিন্দা রফিকুল ইসলাম বিয়ে হয়। দম্পতির একটি পুত্র ও কন্যাসন্তান আছে। মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই অর্থের জন্য মামুনির উপর শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করে তাঁর স্বামী। শেষমেশ স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের অত্যাচার সহ্য না করতে পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে। কালিয়াগঞ্জ থানার আইসি দীপাঞ্জন দাস জানান, অভিযুক্ত মামুনি খাতুনের স্বামী রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া রফিকুলের বাবা মহিরুদ্দিন, মা রেজিয়া বেগম, ভাই রিয়াজুল ইসলাম এবং বোন মর্জিনা খাতুনের খোঁজ চলছে।