কুশমণ্ডি: দশম শ্রেণির ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য ছড়াল কুশমণ্ডি (Kushmandi) থানা এলাকার কাপুরিয়া গ্রামে। মৃতার নাম স্মৃতি সরকার ( ১৭)। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে স্মৃতির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর বাবা প্রফুল্ল সরকার জানান, মহিপাল হাইস্কুল থেকে এবছর মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল সে। কেন এমন মর্মান্তিক পথ বেছে নিল সে তা নিয়ে ধোঁয়াশায় পরিবার। দেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আইসি তপন পাল জানিয়েছেন ঘটনার তদন্ত শুরু হয়েছে।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ ।