রায়গঞ্জ, ৪ জুনঃ এক মহিলার অস্বাভাবিক মৃত্যু হল হেমতাবাদ ব্লকের বলাইগাঁও এলাকায়। মৃতার নাম জ্যোৎসনা বৈশ্য। মৃতার বাড়ির লোকেরা তাঁর শ্বশুরবাড়ির বিরুদ্ধে শ্বাসরোধ করে খুনের অভিযোগ তুলে হেমতাবাদ থানায় অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, শনিবার হেপাটাইটিস সি তে আক্রান্ত হয়ে মারা যান জ্যোৎসনা স্বামী খোকন বৈশ্য। বাবা খোকন বৈশ্য ও মা জ্যোৎসনা বৈশ্য মৃত্যুর পর অনাথ হয়ে যায় তাঁদের একবছরের শিশুকন্যা দেবিকা বৈশ্য। এদিকে জ্যোৎসনার শ্বশুর ও শ্বাশুড়ি পলাতক। মৃতার ভাই দীপক বৈশ্যে জানান, ‘আমার দিদিকে খুন করেছে তাঁর শ্বশুরবাড়ির লোকেরা।’ জেলাশাসক আয়েশা রানি এ বলেন, ‘সরকারি স্পেশালাইস্ড অ্যাডপটেশন এজেন্সিতে ওই শিশুটিকে রাখার ব্যবস্থা করা হবে।’
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার
- Advertisement -