
রায়গঞ্জ, ২৭ জুনঃ করণদিঘি থানার সাবধান গ্রামে যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম রাজেশ সিং (২০)। মৃতের পরিবার সূত্রে খবর, বিয়েতে রাজি ছিল না রাজেশ। এই নিয়ে মঙ্গলবার রাতে রাজেশের সঙ্গে তার বাবা-মায়ের বচসা বাধে। এরপর সে নিজের ঘরে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে দেয়। প্রতিবেশীদের সাহায্যে রাজেশকে উদ্ধার করে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করান পরিবারের লোকেরা। বুধবার হাসপাতালে মৃত্যু হয় ওই যুবকের। এদিন মৃতদেহ ময়নাতদন্ত করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।