রায়গঞ্জ: একই পরিবারের দুই জায়ের রহস্যজনক মৃত্যুর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহরের অশোকপল্লি পালপাড়া এলাকায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। কাউন্সিলার ও মৃতের পরিবারের উপস্থিতিতে দেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে কীভাবে দুই জায়ের মৃত্যু হল, তা নিয়ে রহস্য দানা বাঁধছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই দুই গৃহবধূর নাম বর্ণালী রায় সরকার (৩৬) ও সুজাতা কর্মকার (৩২)। এই ঘটনায় দু’জনের স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন : দাম্পত্য কলহের জেরে গায়ে আগুন! ডাব বিক্রেতাকে বাঁচালেন আইসি