উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দুই বান্ধবীর সম্পর্ক মেনে নেয়নি পরিবার। পরিবার থেকে সেই সম্পর্কের বিরোধিতা করায় বাধ্য হয়ে লিঙ্গ পরিবর্তন করে পুরুষ হলেন এক তরুণী। উত্তরপ্রদেশের(Uttar Pradesh) প্রয়াগরাজের ঘটনা। জানা গিয়েছে, সমকামী ওই তরুণী তাঁর প্রেমিকার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। কিন্তু বাধা দেয় পরিবার। তাই বাধ্য হয়ে লিঙ্গ পালটে ফেলার সিদ্ধান্ত নেন ওই তরুণী। প্রয়াগরাজের স্বরূপ রানি নেহরু হাসপাতালে গিয়ে নারী থেকে পুরুষ হয়ে ওঠার চিকিৎসা শুরু করেন তিনি। মোহিত জৈন নামে এক চিকিৎসকের তত্ত্বাবধানে নানা রকম অপারেশন করে ওই তরুণীর শরীরের উপরের অংশ বদলে ফেলা হয়। তবে চিকিৎসা সম্পূর্ণ হতে আরও দেড় বছর সময় লাগবে বলে জানিয়েছেন ওই চিকিৎসক। তিনি জানিয়েছেন, ওই তরুণীকে টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া হবে। তাতে দেহে পুরুষালি পরিবর্তন আসবে। চিকিৎসক এটাও জানিয়ে দেন, এই লিঙ্গ পরিবর্তনের চিকিৎসার পর ওই তরুণী আর কখনই সন্তান ধারণ করতে পারবেন না। তবে তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন বলেই জানিয়েছেন মোহিত।
আরও পড়ুনঃ রাহুল-অভিষেককে পাশে নিয়ে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পেশ যশবন্ত সিনহার