লখনউ: দিনের পর দিন স্বামীর অত্যাচারে অতিষ্ঠ। সহ্য করতে না পেরে অ্যাসিডের মধ্যে লংকার গুঁড়ো মিশিয়ে স্বামীর শরীরে ঢেলে দেওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। উত্তরপ্রদেশের (Uttarpradesh) বরেলির ঘটনা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বধূর নাম ফারহা খান। বরেলির মহম্মদ ইয়াসিনের সঙ্গে তাঁর বিয়ে হয়। চার বছরের এক সন্তান রয়েছে তাঁদের। জানা গিয়েছে, ইয়াসিন প্রায় প্রত্যেকদিনই নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীকে মারধর করে। সম্প্রতি ইয়াসিন ফের তাঁর স্ত্রীর গায়ে হাত তুললে অপমান সহ্য করতে না পেরে ফারহা অ্যাসিডের মধ্যে লংকার গুঁড়ো মিশিয়ে স্বামীর শরীরে ঢেলে দেয় বলে অভিযোগ। এরপরই যন্ত্রণায় চিৎকার করতে থাকে ইয়াসিন। তার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে আসেন। ইয়াসিনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলছে। এদিকে ফারহার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ইয়াসিনের পরিবার। ঘটনার তদন্ত চলছে।